নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং থানা কম্পাউন্ডে ‘সার্কেল ডে’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৫ ঘটিকার সময় বানিয়াচং ও আজমিরিগঞ্জ থানার সমন্বয়ে এই সার্কেল ডে অনুষ্ঠিত হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সার্কেল ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং -আজমিরিগঞ্জ’র সার্কেল এএসপি শেখ মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি শেখ মোহাম্মদ সেলিম বানিয়াচং ও আজমিরিগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রমের উপর জোর দেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রধান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অফিসারগন।
এছাড়াও উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) প্রজিত কুমার দাস,এসআই আব্দুর রহমান প্রমূখ।