শেখ হারুন,চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে সামাজিক বনায়ন ও বন রক্ষার্থে উপকারভোগিসহ স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন বনকর্তৃপক্ষ।
এ উপলক্ষে বুধবার(২৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় মিরাশী ইউনিয়নের ভোলারজুম বাজারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সামাজিক বনায়নের বাগান পরিচালনা কমিটির সভাপতি ও মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন।
কালেঙ্গা বিট অফিসার শ্যামা পদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপকারভোগি মাস্টার আলহাজ্ব আইয়ূব আলী,থানার এসআই মুসলিম উদ্দিন,স্থানীয় সাবেক মেম্বার আমির মিয়া,খলিল মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই।
উল্লেখ্য, উপজেলার কালেঙ্গা রেঞ্জ ও বিটের আওতায় সরকার থেকে ৬৫ একর জমি বরাদ্ধ নিয়ে ২০১২ সালে সামাজিক বনায়নের আওতায় বিভিন্ন প্রজাতির একটি গাছ বাগান করা হয়েছিল।ধাপে ধাপে পৃথকভাবে বিভিন্ন প্রজাতির অনেক গাছের বাগান করা হয়েছে ওই এলাকায়।
এছাড়াও কালেঙ্গা রেঞ্জ ও বিটে রয়েছে কোটি কোটি টাকা মূল্যের গাছ বাগান,জমিসহ বিভিন্ন প্রকারের সরকারী সম্পত্তি।তবে বেশ কিছুদিন যাবত বাগানগুলো থেকে ওই এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় একদল শক্তিশালী চোরদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার গাছ চুরির অভিযোগ উঠে।এরই প্রেক্ষিতে সামাজিক বনায়ন ও বন উজাড় বন্ধে বনকর্তৃপক্ষের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা সভায় উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন,ভবিষ্যতে কেউ অবৈধভাবে জমি চাষ করতে পারবেনা,অবৈধভাবে যারা সরকারী সম্পত্তি ভোগ দখল করে আসছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।কোনো বনকর্মকর্তা বন উজাড়ের পক্ষে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে,উপকারভোগীদের এক হতে হবে এবং প্রয়োজনে বাগান ও বন রক্ষার্থে পাহারাদারের ব্যবস্থা করা হবে।