
সৈয়দ সালিক হবিগঞ্জ, হবিগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বিআরটিএ বিশেষ সেবা সপ্তাহ পালন করবে।
আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে ৪মার্চ ২০২১ পর্যন্ত বিআরটিএ কর্তৃক বিশেষ সেবা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহন করেছে।
বিশেষ সেবা সপ্তাহের মধ্যে রয়েছে বিআরটিএ সার্ভিস পোর্টালে বিএসপি মোবাইল এ্যাপে একাউন্ট নিবন্ধনে সহয়তা প্রদান করা।
অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা। অনলাইনে মোটরসাইকেল নিবন্ধন / রেজিষ্ট্রেশন প্রদান। ঢাকা মেট্রো ও ঢাকা জেলা সার্কেলে মোটরযানের ফিটনেস এপয়েন্টমেন্ট গ্রহণ সংক্রান্ত ইত্যাদি সেবা প্রদান করা হবে।
আর এসকল সেবা বিআরটিএ’র সকল সার্কেল অফিসে সরকারী ছুটি ব্যাতিত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদান করা হবে।