মোঃ বাহার উদ্দিন, লাখাই :”মুজিব বর্ষের অঙ্গিকার, বীমা হোক সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১ মার্চ) লাখাই উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান প্রমুখ। সভায় বক্তাগন বলেন বীমার মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আসে।এক্ষেত্রে বিনিয়োগ কারীদের সচেতনভাবে বিনিয়োগ করার উপর গুরুত্বারুপ করা হয়।