সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ : “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন করা হয়।
সোমবার (৮ই মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বক্তাগন বলেন, নারীরা আজ রাষ্ট্র পরিচালনাসহ সকল পর্যায়ে এগিয়ে, যেকোন রাষ্ট্র কিংবা সমাজ পরিবর্তনে এবং উন্নয়নে নারীদের ভুমিকা অপরিসীম। শান্তিময় এবং সমতার বিশ্ব গড়তে হলে নারীদের প্রাদান্য দিতে হবে।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মর্জিনা আক্তার, পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি,
উপপরিচালক জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মাহবুবুল আলম, নির্বাহী প্রকৌশলী এলজিইডি মোঃ আব্দুল বাছির, ডেপুটি সিভিল সার্জন ডা মোঃ মুখলিছুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ,পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।