স্টাফ রিপোর্টার : সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, গত এক যুগে হবিগঞ্জের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে হবিগঞ্জবাসীর জন্য যে পরিমান উন্নয়ন এনেছি; পার্শ্ববর্তী অন্য জেলাগুলোতে তা হয়নি। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সবধরণের উন্নয়নের পাশাপাশি সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও সমানতালে কাজ করে যাচ্ছি। এ কাজের ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে জামেয়া ফয়েজ হক নূরুল কোরআন রায়ধর মাদ্রাসায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এমপি আবু জাহির ওই মাদ্রাসা এবং রায়ধরের দু’টি রাস্তা উন্নয়নের আশ্বাস দিয়েছেন।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাইদ আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রেখেছেন পঁাচ নম্বর গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান চৌধুরী, আব্দুল মালেক ইদু, মাওলানা আতাউর রহমান, শেখ সেবুল আহমেদ, জালাল মিয়া, বশির আহমেদ ভিংরাজ, শহীদ মিয়া প্রমুখ।