আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ মাধবপুর পৌরসভায় ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত পৌরসভা নয়টি ওয়ার্ডে দেয়া হবে টিকা।
স্বাস্থ্য, স্থানীয় সরকার ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে এই কর্মসূচি হাতে নিয়েছে। এ জন্য মাধবপুর পৌরসভাতে ৫টি দল কাজ করছে বলে জানিয়েছেন ম্যাস ডগ ভ্যাকসিনেশন প্রকল্প- ডা. মো. মোস্তাক আহমেদ খান।
তিনি আরো জানান,কুকুরের আক্রমণ বাড়লেও জলাতঙ্ক রোগ কমে আসছে। এর কারণ, কুকুরকে টিকাদান কর্মসূচি।
জাতীয় জলাতঙ্ক নির্মূল ও নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তারা মনে করছেন, কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী করতে পারলে তারা কামড়ালেও আর বিপদ থাকবে না।
২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যমাত্রা ধরে কাজ চলছে।
এমডিভি সুপারভাইজার হুমায়ুন কবির জানান, প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৭০ শতাংশ কুকুরকে টিকা দেয়া হবে। এটা নিশ্চিত করতে পারলে বাকি ৩০ শতাংশ কুকুরেও হার্ড ইমিউনিটি গড়ে উঠবে। তখন বাকি কুকুরগুলোও নিরাপদ হয়ে যাবে।
মাধবপুর পৌরসভা সুপারভাইজার সুরজিৎ রায় বলেন, ‘আমরা প্রতিটি এলাকার আনাচে কানাচে কুকুর খুঁজে টিকা দেব। আর টিকা দেয়া হলে সে কুকুরের গায়ে রঙ দিয়ে দেয়া হবে। সাত দিন থাকবে এই রঙ।’
তবে একবার টিকা দিলেই কুকুর সারা জীবনের জন্য নিরাপদ হয়ে যায় না।
টিম সার্ভেয়ার মোঃ সোহেল খান জানান, টিকা দিলে এক থেকে দুই বছরের জন্য নিরাপদ হবে কুকুর। পরে আবার টিকা দেয়া হবে প্রাণীগুলোকে।
বৃহস্পতিবার সকালে পৌরসভা ১নং ওয়ার্ড থেকে ৯ ওয়ার্ডের কুকুরকে টিকা দেয়া শুরু হয়।
বিশ্বে বছরের ৫৫ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়। এই মৃত্যু কমাতে ব্যাপকহারে কুকুর টিকাদান কার্যক্রম গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে সারা পৃথিবীতে।
বাংলাদেশে জলাতঙ্ক রোগীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ২০০৯ সাল পর্যন্ত সারা দেশে প্রতি বছর গড়ে জলাতঙ্কে মারা যেত দুই হাজার জন। তবে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মৃত্যু কমে ২৩০ জনে নেমেছে।
টিকা দেয়ার পর কুকুরের গায়ে রঙ দিয়ে সেগুলোকে চিহ্নিত করে রাখা হচ্ছে জলাতঙ্ক রোগীর মৃত্যু নিশ্চিত। রোগীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে বড়জোর দুই থেকে তিন দিন বাঁচেন একজন রোগী। সাধারণত দুই ধরনের জলাতঙ্ক রোগী দেখা যায়। এক ধরনের রোগী নীরবে মারা যান।
এছাড়া খিঁচুনি হওয়া, পানি দেখে ভয় পাওয়া, শরীরে বাতাস লাগলে ভয় পাওয়া, খাবার খেতে না চাওয়া, মানুষকে কামড়াতে যাওয়ার উপসর্গ দেখা দেয়। এই রোগীদের বলা হয় রেবিজ এনসেফালাইটিস।