বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জের ৯টি উপজেলায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে ৩০ হাজার কুকুরকে টিকা প্রদান কার্যক্রম শুরু

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে ৩০ হাজার কুকুরকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বিড়ালকেও এ টিকা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) থেকে শুরু হওয়া এ টিকা প্রদান চলবে একটানা ১৫ মার্চ পর্যন্ত, জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম সুপারভাইজার রাসেল আহমেদ।

তিনি বলেন, অভিজ্ঞ মাঠকর্মীরা জেলা, উপজেলা, হাট-বাজার, গ্রাম ও পাড়ায় পাড়ায় গিয়ে কুকুরের পাশাপাশি বিড়ালকেও টিকা প্রদান করছেন।

শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদ্দাম হোসেন বলেন, জলাতঙ্ক রোগ প্রতিরোধে শায়েস্তাগঞ্জ পৌরসভা ও তিনটি ইউনিয়নে অন্তত ২ হাজার কুকুরকে টিকা দেওয়া শুরু হয়েছে। একইভাবে জেলার অন্যান্য উপজেলায়ও টিকা প্রদান করা হচ্ছে।

তিনি জানান, জলাতঙ্ক রোগ হলে বাঁচা কঠিন। এ রোগের ওষুধ এখনো তৈরি হয়নি। কুকুর, বিড়াল, শিয়ালসহ বিভিন্ন প্রাণির মাধ্যমে এ রোগ ছড়ায়। তাই বর্তমান সরকার জনস্বার্থে এ টিকাদানের কর্মসূচি গ্রহণ করেছে। টিকাটি প্রয়োগের মাধ্যমে কুকুরসহ অন্যান্য প্রাণিগুলো জলাতঙ্ক মুক্ত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!