স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে মোড়ক বিহীন খোলা অবস্থায় খাদ্যপন্য বিক্রি হচ্ছে, এক্ষেত্রে কর্তৃপক্ষের কোন কার্যকর পদক্ষেপ লক্ষ্যনীয় নয় ।
দীর্ঘ দিন যাবত লাখাইর হাটবাজারে মোড়ক বিহীন খোলা খাদ্যপন্য অস্বাস্থ্যকর পরিবেশে বিপনন চলে আসছে। কিন্তু তা রোধে সংসলিষ্ঠ উর্ধতন কর্তৃপক্ষ নির্বিকার। মোড়ক বিহীন খোলা খাদ্যপন্যের দোকান ও রাস্তার পাশে বসে এসব বিক্রির ফলে প্রতিনিয়ত এতে মশা মাছি বসে রোগ জীবানু ছড়াচ্ছে। সেই সাথে ধূলোবালি মিশে খাদ্যপন্য দুষিত হচ্ছে। এসব খাদ্যপন্য খেয়ে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। দীর্ঘ দিন যাবত এ অবস্থা চলতে থাকলেও কর্তৃপক্ষ এক্ষেত্রে কোন কার্যকর পদক্ষেপ লক্ষ্যনীয় নয়।
কালে ভদ্রে ভাম্যমান আদালতের মাধ্যমে নগদ অর্থ দন্ডে দণ্ডিত করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা।হচ্ছে না স্বায়ী কোন সমাধান।
সরজমিন লাখাইর বুল্লাবাজার, কালাউক বাজার,বামৈবাজার পরিদর্শনে দেখা যায় দোকানিরা খোলা অবস্থায় জিলাপি , সিঙ্গারা সমচা, পিয়াজু,বিস্কুট, কেক,ড্রাই কেক সহ পন্য সামগ্রী বিক্রি করছে। আর এতে ধূলোবালি এসে পড়ছে।
এব্যাপারে স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম জানান, আমরা এ বিষয়ে ব্যাবস্থা নিচ্ছি। অচিরেই অভিযান পরিচালিত হচ্ছে।