আখলাছ আহমেদ প্রিয় : হবিগঞ্জে এডভোকেট মইনুল হাসান দুলাল গোল্ডকাপ মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর-যাদবপুর একতা যুব সংঘ-এর আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন করা হয়। এর আগে ওই দিন বিকেল ৩ টায় ফাইনাল খেলার উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল।
খেলায় ভুগলি একাদশ ও টিলাগাও একাদশ অংশ গ্রহন করেন। এতে ০-১ গোলে ভুগলিকে একাদশকে হারিয়ে জয় লাভ করে টিলাগাও ফুটবল একাদশ। সাবেক ইউপি সদস্য মোঃ আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রাথর্ী ও খেলার পৃষ্টপোষক এডভোকেট মইনুল হাসান দুলাল।
এতে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী অমিয় চক্রবতর্ী, কটিয়াদি বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ ফজর আলী, আজগর আলী মুরুব্বী, আব্দুল হক, আব্দুল বারিক, চেরাগ আলী, মুরাদ আলী, (অবঃ) সেনা সদস্য কামরুল হাসান বাবুল, (অবঃ) সেনা সদস্য খাইরুল হাসান মুকুল, আওয়ামীলীগ নেতা মোঃ ফরিদ মিয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আলা উদ্দিন, আব্দুল আজিজ প্রমূখ।
খেলায় ধারা ভাষ্যকার ছিলেন মোঃ সুজন আহমেদ ও আব্দুল সালেক।