মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বড়জ্বালা বাজার সংলগ্ন স্থানে থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ইব্রাহিম খলিলুল্লা (৩৬) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৪ মার্চ রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন এ সাজা দেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়,১৪ মার্চ রাতে ৯ টা দিকে চৌমুহনী ইউনিয়নের বড়জ্বালা বাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন ইব্রাহিম খলিলুল্লাকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।