মোঃবাহার উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে মুজিব বর্ষে শপথ করি,প্লাস্টিক দুষন রোধ করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত।
সোমবার দুপুরবেলা বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার ভূমি ইয়াসিন আরাফাত রানা, উপজেলা প্রকৌশলী শাহ আলম,ডাঃ অপু কুমার সাহা, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোহাম্মাদ শাহজাহান, উপজেলা শিক্ষা অফিসার মজনুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে,কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুত্তালেব,সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী, প্রানী সম্পদ অফিসার ডাঃ আবু হানিফ, পল্লী সন্চয় ব্যংক এর তাফাজ্জুল হক,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গৌতম চন্দ্র রায়,উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম,অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক প্রমুখ।
সভায় বক্তাগন লাখাইর হাটবাজারে মোড়ক বিহীন খাদ্যপন্য খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিপনন,স্বাস্থ্য পরীক্ষা ব্যতীত যত্রতত্র গবাদি পশু জবাই ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিপননের বিশয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি জানান আলোচকবৃন্দ।