দিলোয়ার হোসাইন,বানিয়াচং প্রতিনিধি : আজ মঙ্গলবার বানিয়াচংয়ে খতমে নবুয়্যাত সম্মেলনে যোগ দিতে বানিয়াচঙ্গে আসছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।
আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বানিয়াচং সরকারি এল আর উচ্চ বিদ্যালয় মাঠে খতমে নবুয়্যাত সম্মেলন অনুষ্ঠিত হবে।
মামুনুল হক এর খতমে নবুয়্যাতের সম্মেলনে যোগ দেয়ার বিষয়টি সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বানিয়াচং খতমে নবুয়্যাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা শায়েখ মুখলিসুর রহমান।
উক্ত সম্মেলনে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, শাইখুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী, শাইখুল হাদিস মাওলানা তাফহীমুল হকসহ দেশের বিশিষ্ট আলেমরা । সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে সম্মেলন সফল করতে উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে।