নিজস্ব প্রতিবেদক, শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহানের সাথে শায়েস্তাগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান।
এ সময় বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল , ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান , মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খাঁন, বাক্ষনডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সিলেট বিভাগের প্রথম শহীদ মহফিল হোসেনের মেয়ে এবং করোনায় কর্মহীন হয়ে পড়া ৬ জন সাংস্কৃতিক কর্মীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।