আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় মাধবপুর থানা পুলিশের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ( ১৭ই,মার্চ) উপজেলা কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন শেষে বিকালে থানা প্রাঙ্গণে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর/চুনারুঘাট সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহসিন আল মুরাদ, মাধবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম, এসআই ফজলে রাব্বি,এএসআই ইমরান হোসেন প্রমুখ, এছাড়াও থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।