লাখাই প্রতিনিধি : শুক্রবার (১৯ মার্চ) হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দোকানের বাইরে রাস্তার উপরে তেলের ড্রাম ও অন্যান্য মালামাল রেখে প্রতিবন্ধকতা ও গণউপদ্রব সৃষ্টি করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৯১ ধারায় ১ জন দোকানীকে ১হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্যদের সতর্ক করা হয়।
পাশাপাশি একটি হোটেলে নোংরা ও উন্মুক্ত পরিবেশে খাবার রাখা এবং লেবেলবিহীন পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ১হাজার টাকা জরিমানা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
তাছাড়া বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারো বৃদ্ধি পাওয়ায় পথচারীদের মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করা হয়, কয়েকজনকে সাথে সাথে মাস্ক ক্রয় করে পরিধানে বাধ্য করা হয় এবং ০২ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারায় মাস্কবিহীন চলাফেরার অপরাধে ২শত টাকা জরিমানা করা হয়। মাস্ক পড়ুন করোনা প্রতিহত করুন এই বিষয়টি সকলকে অবহিত করা হয়।
এ বিষয়ে আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ইয়াসিন আরাফাত রানা বলেব, সামাজিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণএই ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন লাখাই থানার দুইজন পুলিশ সদস্য।