রুবেল, মাধবপুর : মাধবপুর উপজেলার আদাঐরে রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। দুঃসাহসিক এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
শুক্রবার দিবাগত রাতে মন্দির থেকে পিতলের মুর্তি চুরি করে নিয়ে যায় দুর্বিত্ত্বরা।প্রনামী বাক্সে থাকা টাকাও চুরি হয়ে গিয়েছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
আদাঐর গ্রামের রাজ রাজেশ্বরী মন্দির সহ একই দিনে মহাশশ্মান ঘাট ,ও কালি মন্দিরে চ চুরির ঘটনা ঘটে । আদাঐর ইউনিয়ন মন্দির কমিটির সভাপতি অমল ঘোষ বলেন,প্রতিদিনের ন্যায় সকালে রাজ রাজেশ্বরী মন্দিরে পূজা দেওয়ার জন্য তিনি যখন মন্দিরে যান তখন দেখেন মন্দিরের গেইটের তালা ভাঙ্গা এবং মন্দিরের ভিতরে থাকা পিতলের মূর্তিটি নেই।পরে তিনি স্থানীয় সকলকে অবহিত করেন। পরে খোজ নিয়ে দেখা যায় আরো দুটি মন্দির চুরি হয়েছে সেখান থেকেও পিতলের মূর্তি ও দান বাক্স ভেঙ্গে নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
খবর পেয়ে মাধবপুর চুনারঘাট সার্কেল এএসপি মহসিন আল মুরাদ,মাধবপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান,সাবেক চেয়ারম্যান মোঃতাজুল ইসলাম,মাধবপুর পূজা উৎযাপন কমিটির লোকজন উপস্থিত ছিলেন। মাধবপুর থানার ( ওসি) তদন্ত আমিনুল ইসলাম বলেন,মন্দির চুরির ঘটনাটি আসলেই দুঃখজনক, অপরাধীদের ধরতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।