আলমগীর কবির, মাধবপুর : পরপর তিনটি মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল হবিগঞ্জে মাধবপুরে। শুক্রবার দিবাগত রাতে আদাঐর গ্রামে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর। মাধবপুর থানার পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের রাজ রাজেশ্বরী মন্দির সহ একদিনেই মহাশ্মশান ঘাট ও কালি মন্দিরে এই চুরি হয়েছে। তিনটি মন্দিরের মধ্যে রাজ রাজেশ্বরী মন্দিরে পিতলের মূর্তি ও প্রণামী বাক্স ভেঙে টাকা, চুরি গিয়েছে বলে অভিযোগ।
রাজ রাজেশ্বরী মন্দিরের সভাপতি অমল ঘোষ জানান, এ দিন মন্দির পরিষ্কার করার জন্য ভোর পৌঁছে দেখি, তালা ভাঙা। পিতলের তৈরি মূর্তি ও প্রণামী বাক্সটি তালা ভাঙ্গা তাঁর দাবি, পিতলের মূর্তি ও প্রণামী বাক্সে টাকা, নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বিষয়টি নজরে আসার পরে এলাকাবাসী ও পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়েই মাধবপুর/চুনারুঘাট সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, মাধবপুর থানা ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান, সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, মাধবপুর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
মাধবপুর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম জানান পরপর তিনটি মন্দিরে চুরি ঘটনা দুঃখজনক তিনি আরো জানায়, তদন্ত শুরু হয়েছে।