হবিগঞ্জ প্রতিনিধি
রবিবার দুপুর সাড়ে বারটায় ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ে তাৎক্ষণিকভাবে এক আন্তঃধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব সাখাওয়াত হোসেন রুবেল। তিনি বলেন বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতের কোনো সুযোগ নেই। এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন ও পালন করে। মুক্তিযুদ্ধে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সকলে মিলে দেশ স্বাধীন করেছেন। এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা আমাদের দেশে কোনো প্রকার সাম্প্রদায়িক সন্ত্রাস দেখতে চাই না। এজন্য তিনি সকলকে সতর্ক ও সচেতন ভূমিকা পালনের আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন জনাব মাওলানা মোহাম্মদ ফারুক মিয়া, প্রিন্সিপাল, হবিগঞ্জ দারুচ্ছুনাৎ কামিল মাদরাসা, জনাব পবন চৌধুরী, জেলা তথ্য অফিসার, হবিগঞ্জ, জনাব মঈন খান এলিস সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ,
হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শ্রী হীরেন্দ্র দত্ত, হিন্দু কল্যাণ ট্রাস্টে হবিগঞ্জের সহকারী পরিচালক শ্রী জগদীশ চন্দ্র রায়, মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, খতিব, চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ, মাওলানা আমিনুল হক, সাধারণ সম্পাদক, জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখা, মুফতি আলমগীর হোসাইন সাইফী, খতিব, বায়তুল আমান জামে মসজিদ, হাফিজ মামুনুর রশীদ, খতিব, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা এম এ জলিল, খতিব পিটিআই জামে মসজিদ,মাওলানা আব্দুল করিম, শিক্ষক হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা, মাওলানা জয়নুল আবেদীন, খতিব, স্টাফ কোয়াটার জামে মসজিদ প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন হবিগঞ্জ জেলায় সাম্প্রদায়িক সাম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। আমারা সকলে মিলে এটা রক্ষা করবো এবং আরো এগিয়ে নিয়ে যাবো।