মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুরে শক্রতা করে বিষ প্রয়োগ করে প্রায় ৩৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। রোববার রাতে উপজেলার সাকুচাইল গ্রামের পাশে একটি মৎস্য খামারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বপ্ন ভেঙ্গে গেল মৎস্য চাষি জাহাঙ্গীরের। খামারের পাড় বসে চোখের জল ফেলছেন তিনি। শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া জানান, সোমবার সকালে ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখতে পাই আমার মৎস্য খামারে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। এতে অনেক ঘাসকাপ, প্যাঙ্গাস, কার্প ,সিলভারসহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার মাছ মরে পানিতে ভেসে উঠে। এ ঘটনায় ৩০/৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউ শুক্রতা বশত এ ক্ষতি করতে পারে। সাকুচাইল গ্রামের জাহাঙ্গীর মিয়া জানান, সারা জীবনের উপার্জিত অর্থ ও জায়গা জমি বিক্রি করে প্রায় ২ বছর আগে খামারটি প্রতিষ্টা করে ঘাসকাপ, প্যাঙ্গাস, কার্প ,সিলভারসহ বিভিন্ন প্রজাতির প্রায় মাছ ছাড়া হয়।
মাছ গুলো বিক্রির উপযোগী হওয়ার মুহুর্তেই কে বা কারা শক্রতা বশত পুকুরে বিষ প্রয়োগ করে তার সর্বনাশ করেছে। মাধবপুর উপজেলা মৎস্য কর্মকতা আবু আসাদ ফরিদুল হক সরজমিন পরিদর্শন করে বলেন, খামারে প্রচুর মাছ উৎপাদন হয়েছিল। কিন্তু বিষ ঢেলে মাছের মারাত্মক ক্ষতি করা হয়েছে। ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে । ক্ষতি করার উদ্দেশ্য দুষ্কৃতিকারিরা এ কাজটি করেছে । অভিযোগ সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।