নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৪৫) নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জের চৌধুরী পাম্প এলাকায় এ দুর্ঘটনাটি।
নিহত নুরুল ইসলাম শায়েস্তাগঞ্জ পৌরসভার চরনুর আহমদ গ্রামের কাজী বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লীবিদ্যুতের কুটা বহনকৃত একটি ট্রাক্টরকে একটি ড্রাম ট্রাক চাপ দিলে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় গুরুত্বর আহত আরো দু জনকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করা হয়েছে।