আলমগীর কবির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : শতভাগ স্যানিটেশন অর্জনের লক্ষ্যে হবিগঞ্জ মাধবপুর উপজেলা পরিষদের পক্ষ হতে বুল্লা ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে ল্যাট্রিন তৈরীর রিং ও স্লাব বিতরণ করা হয়।
২৩ মার্চ মঙ্গলবার সকালে বুল্লা ইউনিয়ন পরিষদের মাঠে বুল্লা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫৩ টি হত দরিদ্র পরিবারের মধ্যে রিং ও স্লাব প্রদান করা হয়। মাধবপুর উপজেলা পরিষদের এডিপি ২০১৯-২০২০ খাত থেকে এই রিং ও স্লাব প্রদান করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির,সাবেক ইউপি চেয়ারম্যান টেনু মিয়া, এলজিইডি অফিসে কর্মকর্তা সুলতানা আহমেদ , ইউপি সদস্য জহরলাল, কাওছার আহমেদ,সহ স্থানীয় এলাকাবাসী প্রমূখ।