লাখাই প্রতিনিধি : পথশিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের হতদরিদ্র নিরাঞ্জন সরকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
নিরাঞ্জন সরকার পেশায় দিনমজুর কর্মসংস্থানের অভাবে,অভাব অনটনে দুর্ভোগে দিনাতিপাত করছিলেন।
তার দুর্ভোগ কিছুটা কমাতে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সেচ্ছাসেবীগণ পাশে দাড়ান। মঙ্গলবার (২৩শে মার্চ) কর্মসংস্থানের সরঞ্জাম হিসেবে পাইপ সহ টিউবওয়েলের কাজের সকল সরঞ্জাম নিরাঞ্জন সরকারের হাতে তুলে দেন জেলা শাখার অদম্য স্বেচ্ছাসেবীগন।
এসময় উপস্থিত ছিলেন পথশিশু কল্যান ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলা শাখার সভাপতি শাহ নাজিমুল হক, সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ দাস, সদস্য রনি আহমেদ, মিটন দাস, রুবেল দাস, নিধান দাস, দিপক দেব, শংকর দেব প্রমুখ।