বদরুল আলম চৌধুরী : নানা জটিলতা পেরিয়ে অবশেষে রোববার থেকে বাংলাদেশে চালু হচ্ছে বিনামূল্যের ইন্টারনেট। ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজির প্রকল্পের মাধ্যমে এ সুবিধাপেতে যাচ্ছে বাংলাদেশ।
প্রকল্পটির সাথে সংশ্লিষ্টরা জানান, রোববার থেকে বাংলাদেশে বিনামূল্যের এই ইন্টারনেট সুবিধা চালুর পরিকল্পনা করা হয়েছে।
ইন্টারনেট ডট ওআরজি হলো ডাটা খরচ ছাড়াই নির্দিষ্ট কিছু কনটেন্ট ব্যবহারের নতুন একটি ধারণা। যেখানে জিরো ফেইসবুক আর জিরো উইকিপিডিয়ার সাথে কনটেন্ট সেবাদাতাকে যুক্ত করে ইন্টারনেট সেবা দেয়া হয়।
বাংলাদেশে এ প্রকল্পে প্রথমসারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট বিনামূল্যে পাওয়া যাবে।
পর্যায়ক্রমে সরকারের সব সেবা সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে। ওআরজি
অ্যাপ ও কম্পিউটারে কোন ডাটা খরচ ছাড়াই বিনামূল্যে এসব ওয়েবসাইট ও কনটেন্টের বিস্তারিত
পাওয়া যাবে। বাংলাদেশে ফেইসবুকের এই প্রকল্পটিতে ইতিমধ্যে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি।