রুবেল, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট হাইওয়ে রোড এর বেজুড়া নামক স্থানে রডবাহী ট্রাক ও বালুবাহী ট্রাক এর মূখোমুখি সংঘর্ষে সকাল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৩ ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।
শুক্রবার (২’এপ্রিল) ঢাকা থেকে ছেড়ে আসা রডবাহী লড়িট্রাকটি তান পাশ থেকে বিপরীত পাশে গিয়ে সিলেট থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মূখোমূখি সংঘর্ষ হয়। এতে রডবাহী ট্রাক ব্রীজ এর রেলিং বেঙ্গে রেলিং এর সাথে আটকে যায়। তেমন বেশি ক্ষতি না হলেও দুইটি গাড়ির ড্রাইভার ও হেলপার গুরুত্তর আহত হয়। ব্রীজ এর সাথে না আটকালে অনেক বড় ক্ষতি হয়ে যেত।
রডবাহী ট্রাকটি বীজের সাথে ধাক্কা লেগে রাস্তার মধ্য থাকায় প্রায় ৩ ঘন্টার দূভোর্গে পড়েন নানান গাড়ির যাত্রী।পরে গাড়ির মালিক ও হাইওয়ে পুলিশ এসে গাড়ির মালামাল আনলোড করে ৮টার দিখে গাড়ি রাস্তার থেকে সরালে রাস্তার জ্যাম কিছুটা কমে। সকাল ১১টার দিখে গাড়িটি লরি দিয়ে টেনে মাধবপুর থানায় নিয়ে যায়।