হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় মাধবপুর থানার কর্মরত এস আই দেবাশীষ ও এ,এস,আই ইমরান আহম্মেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কে আন্দিউড়া ইউনিয়ন অফিসের সামনে থেকে ভারতীয় নিষিদ্ধ ৩০ কেজি গাঁজাসহ মোঃ ইলিয়াছ মিয়া(৩০) গ্রেফতার করেছেন মাধবপুর থানা পুলিশ।
পুলিশ জানান উল্লেখীত আসামী উপজেলা আন্দিউড়া ইউনিয়নের পিতা,মৃতঃ মোঃ ফরিদ উদ্দিনের পুত্র।মোঃ ইলিয়াছ মিয়া(৩০)।মাধবপুর থানার কর্মরত ওসি জানান এই ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।