নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার ইকরাম গ্রামে বৌ-ভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে ডাকাতদের হামলায় যাদুকর খালেকসহ ১০ জন আহত হয়েছে। এ সময় ডাকাতরা তাদের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ ইকরাম সড়কের ঘনোয়ারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, গত শুক্রবার জুম্মার নামাজের পর গোপায়া গ্রামের শাহীন মিয়ার কন্যা সাজু আক্তারের (১৮) সাথে বানিয়াচঙ্গ উপজেলার ইকরাম গ্রামের চৌধুরী বাড়ির হারুন মিয়ার পুত্র জসিমের (৩০) বিয়ে হয়। গতকাল শনিবার ছিল বৌ-ভাত অনুষ্ঠান। গোপায়া গ্রাম থেকে বেশক’টি ইমা গাড়িযোগে কনেপক্ষর অর্ধশত লোক ইকরাম বরের বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠানে যায়।
সেখানে খাওয়া শেষে গোপায়া গ্রামে ফেরার পথে ঘনোয়ারপাড় নামক স্থানে একটি ইমা বিকল হয়ে যায়। এ সুযোগে একদল মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে কনেপক্ষের লোকজনের উপর হামলা চালিয়ে তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ নগদ টাকা হাতিয়ে নেয়।
এ সময় বাধা দিলে ডাকাতদের আঘাতে গোপায়া গ্রামের জাদুকর আব্দুল খালেক (৫৫), রোকেয়া (৪৫), বেগম বিবি (৫০), মোশাহিদ (১৫) ও ইমা চালক সামসু (২০) সহ ১০ জন আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় বেগম বিবিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।