সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ : টানা তৃতীয় দিনের মত চলছে লকডাউন। লকডাউনের প্রভাব পড়েছে শায়েস্তাগঞ্জের কাচা বাজারে।
সাধারণ মানুষের কাছে পোল্ট্রিতে রয়েছে কিছুটা স্বস্তি, আর গরুর মাংসে যেন আগুন। আর কিছুদিন পরেই আসছে রমজান। এর আগেই কাচাবাজারে বেড়েছে মাংসের দাম।
কৃত্রিম সংকট দেখিয়ে গরু ও খাসির মাংসের দাম কেজি প্রতি ১০ থেকে ৫০ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, চাহিদার তুলনায় বাজারে মাংসের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। এদিকে আসছে রমজানকে মাথায় রেখে বেশি দামেই মাংস কিনছেন ক্রেতারা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কাঁচাবাজারে ঘুরে দেখা গেছে, মাংসের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। এসব বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে ৬০০টাকা দরে। খাসির মাংস বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১০০০ টাকায়।
ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকা দরে।
তবে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আগেরদামের চেয়ে ৫-১০ টাকা কমে ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ৩০০টাকা কেজির কক মুরগি বুধবার বাজারে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। এছাড়াও এক কেজি ওজনের দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে।
অলিপুর কাঁচাবাজারের মাংস ব্যবসায়ী ছালেক মিয়া বলেন, গত এক মাস ধরে মাংসের দাম বেড়েছে। তবে, এই লকডাউনে বেচাকেনা কম, আমরা লসে আছি।
উপজেলার অলিপুর বাজারের মাংস ব্যবসায়ী মো. মিটুন মিয়া জানান, পরিচিত কাস্টমারদের কাছে এক কেজি ৫৫০ টাকাই রাখি, তবে অপিরিচিত হলে ৬০০ টাকা করে বিক্রি করি। টানা লকডাউনে এমনিতেই ব্যবসায় ধ্বস নেমেছে, মানুষ করোনা নিয়ে অনেকটা আতংকে থাকে, তাই সদাই করতে নিয়মিত আসেনা। বেচাকিনি তুলনামূলক ভাবে কম হয়, আমরা কোনরকম ভাবে টিকে আছি।
মাংস কিনতে আসা প্রাণ আর এফ এলের মো. পলাশ মিয়া জানান, দেড় কেজি গরুর মাংস কিনেছি ৯০০ টাকা দিয়ে, আগে এই মাংস আরো ৭৫ টাকা কম দামে কিনেছি, এখন বেশি দাম দিয়ে কিনতে হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম জানান, খুব শীঘ্রই এ বিষয়টি নিয়ে আলাপ করে, আমরা সিদ্ধান্ত নেব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হবে, বাড়তি দাম রাখলে ব্যবস্থা নেয়া হবে।