রুবেল, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানি হাতা গ্রামে রফিক মিয়া (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) এই ঘঠনা ঘঠে। ঝুলন্ত ব্যক্তি পানি হাতা গ্রামের মৃত বজলু মিয়ার পুত্র। সকালে তার পরিবারের লোকজন বাড়ি সংলগ্ন আম গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতের পরিবার জানায়, প্রতিদিনের মত রফিক মিয়া কাজ শেষে বাড়িতে ফিরে,পরিবারের সাথে কথাবার্তা শেষে ঘুমিয়ে যায়।তার সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল না।পরদিন সকালে ছোট মেয়ে বাবার মৃত দেহ বাড়ির আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন দের খবর দেয়।
এ ব্যাপারে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর কাইয়ুম উদ্দিন চৌধুরী সঙ্গে কথা হলে তিনি জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।