নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।
বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
একই দিনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় ৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে ৩৭ জনই সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জের ৫ জন, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ২ জন করে রয়েছেন।