কামরুজ্জামান আল রিয়াদ,দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাইক্রো চালক হত্যা মামলার দুই পলাতক আসামীকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায় শনিবার ভোর রাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এস আই আতিকুল আলম খন্দকার সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের ওসমানীনগর উপজেলায় এক অভিযান পরিচালনা করে।
এ সময় মাইক্রোচালক বিশ্বজিৎ হত্যা মামলার আসামী সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার কারমাপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র আহাম্মদ আলী (৩০) ও একই জেলার ওসমানী নগর উপজেলার নিচ বুরাঙ্গা গ্রামের শেখ নাজীম উদ্দিন এর পুত্র শেখ নুর উদ্দিন (৩০) কে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের দেউন্দি ক্রসরোড এলাকায় চালকে হত্যা করে মাইক্রো বাসটি ছিনতাই করে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।