ফয়সল চৌধুরী/আনোয়ার হোসেন: হবিগঞ্জ জেলা বিএনপি এমনিতে কয়েক গ্রুপে বিভক্ত, তারপর শীর্ষ নেতাদের উধাও, লন্ডন, কারাগারে, ঢাকায়, সরকারীদলের সাথে সমঝোতা, মাঠে না থাকায় তৃণমুলে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তাদের আরও অভিযোগ এভাবে চলতে থাকলে একদিন দলের অস্তিত রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, গত ৫ জানুয়ারী থেকে অসহযোগ আন্দোলন শুরু পর উধাও হয়ে যান জেলা বিএনপি সভাপতি বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল । তিনি কোথা আছেন দলীয় নেতাকর্মীরা নিশ্চিত করে বলতে পারছে না। এমনিতে দলীয় কর্মকান্ডে তার অংশগ্রহণ ছিল প্রশ্নবিদ।
জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি সাবেক সংসদ সদস্য শেখ সুজাত দীর্ঘ দিন লন্ডনে বসবাস করছে। অসহযোগ আন্দোলনের সময় একবার দেশে এসেছিলেন কিন্তু কোন নেতাকর্মীর সাথে দেখা না করে এক সপ্তাহ দেশে থেকে নিরবে আবার লন্ডন চলে যান। নেতাকর্মীদের অভিযোগ গ্রেফতারের ভয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।
এই দুই নেতার বিরুদ্ধে তৃণমুলের কর্মীরা আরও অভিযোগ করে বলেন- নিবাচন এলে তারা টাকার বিনিময়ে মনোয়ন কিনে নেন। তাই দলের প্রতি তাদের কোন টান নেই। কিন্তু দলের দুর্দিনে তাদের মাঠে পাওয়া যায় না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জিকে গউস গত ২৮ ডিসেম্বর থেকে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা কারাগারে আটক রয়েছে। সাধারন সম্পাদক অনুপস্থিতি তার অনুসারী নেতাকর্মীরা অনেকটাই গায়েব হয়ে গেছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারাদেশে আলোচিত নেত্রী সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার শিপা । কিন্তু তাকে জেলা বিএনপির কোন কর্মসূচীতে দেখা যায় না। মাঝে মাঝে তাকে ঢাকায় দেখা গেলেও কেন্দ্রীয় কর্মসূচীতে তেমন সরব না বলে নেতাকর্মীদের অভিযোগ। কিন্তু এসব অভিযোগ অস্বীকার করে শাম্মী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এ দলে নেতৃত্বের কোন সংকট নেই। কোন নেতা না থাকলে তার পরে যে আছে সে দায়িত্ব পালন করে যাচ্ছে। সারাদেশে ন্যায় হবিগঞ্জের তৃণমুল নেতাকর্মীরা অবরোধ কর্মসূচী পালন করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন হঠাৎ করে অবরোধ কর্মসূচী শুরু হওয়ায় আমি হবিগঞ্জে অবরোধ কর্মসূচীতে থাকতে পারি নাই। কিন্তু ঢাকায় প্রতিটি কর্মসূচীতে আমি অংশগ্রহণ করেছি।
জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রশীদ এমরান। এক সময়ের জেলা ছাত্রদলের র্দুদান্ত প্রভাবশালী ও সাহসী সভাপতি ছিলেন। কিন্তু সেই এমরান হারিয়ে গেছে বলে মনে করেন সাধারণ নেতাকর্মীরা।
তাদের অভিযোগ তিনি এখন সরকারী দলের সমঝোতা করে চলতে ভালবাসেন।
এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সময়মতো সম্মেলন ও কাউন্সিল না হওয়া র্শীষ নেতাদের সংকট শুরু হয়েছে। জেলা প্রতিটি অঙ্গ সংগঠনের মেয়াদ উর্ত্তীণ হয়ে গেছে। কিন্তু কাউন্সিল না হওয়ায় তৃণমুল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের ক্ষিপ্রতায় উত্তাপ ছড়াচ্ছে।
তিনি আরও বলেন ১/১১চিহ্নিত বিশ্বাস ঘাতকরা যেভাবে দলকে প্রশ্নবিদ্ধ করেছে তারাই আবার আমার প্রাণপ্রিয় নেত্রীকে অবরুদ্ধ অবস্থায় রেখে নিলিপ্ত ভুমিকা পালন করেছে।
সরকারের সাথে সমঝোতা করে চলতে ভালবাসেন সাধারণ নেতাকর্মীদের এমন অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন-আমার রাজনৈতিক ২৮ বৎসরের জীবনে বর্তমান অবৈধ শাসক দলের সাথে রাজনৈতিক কোন সমঝোতা করি নাই বলেই আমাকে বারবার কারাবরণ এবং অসংখ্য মামলা আসামী হতে হয়েছে এবং একাধিকবার বাসায় পুলিশের সাড়াশি অভিযানের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, দলের প্রতিটি দুঃসময়ে শীর্ষ নেতারা যখন আত্মসমর্পন করে তখন আমাদের মত কর্মীরাই তৃণমুলের প্রাণশক্তির প্রতীক হয়ে দাঁড়ায়।
জেলা বিএনপির আরেক যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ আহমুদুর রহমান আব্দাল রাজনৈতিক কর্মকান্ড থেকে বেশকিছু দিন ধরে নিজেকে গুটিয়ে রেখেছেন বলে জানান নেতাকর্মীরা। যিনি অনেকটাই পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। কিন্তু কি কারণে রাজনীতি থেকে দুরে সরে গেলেন এ প্রশ্ন ঘুর-পাক তৃণমুলে।
রাজনীতি থেকে কেন নিজেকে গুটিয়ে নিয়েছেন এ বিষয়ে জানতে চাইলেও কোন উত্তর পাওয়া যায়নি। তবে বিএনপি একটি বিস্থত সূত্র দাবী করছে দলের প্রতি অভিমান করে তিনি রাজনীতি থেকে দূরে রয়েছেন।
জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু এক সময়ের জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। জেলা শ্রমিকদলের সভাপতি তিনি। কিন্তু এক সময়ের রাজপথ কাঁপানো এই নেতা দলের দুর্দিনে মাঠে নেই বলে অভিযোগের আঙ্গুল তুলেছেন তৃণমুলের নেতাকর্মীরা।
এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি শীর্ষ নেতাদের সংকটের কথা স্বীকার করে বলেন তাদের অনুপস্থিতিতে আমরা সবাই মিলে দলীয় কর্মসূচী চালিয়ে যাচ্ছি।
তৃণমুলের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- কয়েকটি মামলা থাকায় আমাকে জামিনের জন্য ঢাকায় যেতে হয়েছিল। হঠাৎ করে অবরোধ কর্মসূচী চলে আসায় আমার জামিন নিতে দেরী হয়। জামিন না থাকায় দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করা সম্ভব হয়নি।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিম। এক সময়ের তুখোড় ছাত্রনেতা বৃন্দাবন সরকারী কলেজ থেকে জিএস নির্বাচিত হয়েছিলেন। এরপর নিজের দলের বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব এবংপরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। টানা অবরোধ কর্মসূচী পালন করতে গিয়ে তার সমর্থকদের সাথে পুলিশের বেশ কয়েকদিন সংঘর্ষ হয়। ফলে তিনি বেশ কয়েকটি মামলা আসামী হন। তাই তিনি গ্রেফতার আতংকে রয়েছেন। তারপরও অনেকটাই আত্মগোপনে থেকেও অবরোধ কর্মসূচী চালিয়ে চান। তাই আন্দোলন সংগ্রাম নিয়ে তার বিরুদ্ধে সাধারণ নেতাকর্মীদের কোন অভিযোগ না থাকলেও রয়েছে দলে গ্রুপিং তৈরি দলের ইমেজ নষ্ট করার অভিযোগ।
এ ব্যাপারে এনামুল হক সেলিম বলেন- যারা আন্দোলন সংগ্রাম বিশেষ করে টানা অবরোধের সময় যারা মাঠে ছিল না তারই এ গ্রপিং কথা বলছেন।
তিনি আরও বলেন- দেশনেত্রী খালেদা ৫ জানুয়ারী সারাদেশে গণতন্ত্র হত্যা দিবস পালনের নিদের্শ দিয়েছিলেন সেদিন একমাত্র আমার নেতৃত্বে নেতাকর্মীরা সমাবেশ করার জন্য মিছিল নিয়ে বের হলে শায়েস্তানগরে পুলিশ বাহিনী গুলিবর্ষণ করে, তারপরও টানা ৯৩ দিন অবরোধে সাধারণ নেতাকর্মীদের নিয়ে আমি মাঠে ছিলাম। যার প্রত্যক্ষ সাক্ষী বিএনপির তৃণমুল নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, ভবিষ্যতে খালেদা জিয়া যেকোন আন্দোলনের কর্মসূচী ঘোষণা করলে সাধারণ নেতাকর্মীদের নিয়ে অবরোধের ন্যায় মাঠে থাকব।
এ ব্যাপারে জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট শামসু চৌধুরী বলেন, শীর্ষ নেতাদের সংকটের কথা স্বীকার করে বলেন -দলের পরীক্ষিত কর্মীদের দিয়ে কমিটি গঠন করা না হলে এ রকম পরিস্থিতি হবে এটা স্বাভাবিক।
তৃণমুল নেতাকর্মীদের অভিযোগ সম্পর্কে কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবনের সাথে যোগাযোগ করা হলে তিনি শীর্ষ নেতৃত্বের সংকটের কথা স্বীকার করে বলেন- আমি এ বিষয়ে জেলা ও সকল উপজেলার নেতা সাথে কথা বলেছি। ঢাকায় গিয়ে ম্যাডাম (খালেদা জিয়া) ও যুগ্ম মহাসচিব শাহজাহানের সাথে এ বিষয়ে আলাপ করব। তারাই সিদ্ধান্ত নিবেন কি করা যায়।