ঢাকায় ছাত্র ইউনিয়নের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলার নিন্দা ও দায়ী পুলিশদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা শাখা। সংবাদপত্রে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী ও জেলা বাসদ সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ বলেন, ছাত্র ইউনিয়নের মিছিলে লাঠিচার্জকারী পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।
উল্লেখ্য, গতকাল রবিবার ঢাকায় যৌন নিপীড়নকারীদের শাস্তির দাবিতে ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ চালায়। প্রেস বিজ্ঞপ্তি