এইচ. আর. জোসেফ
আমরা সবুজ আমরা লাল.
অথৈ সাগরের রঙিন পাল.
আমরা রবি আমরা কবি.
স্বপ্ন বোনার শ্রেষ্ঠ ছবি.
আমরা জাগি আমরা জাগাই .
ভবিস্যত গড়ার স্বপ্ন দেখাই.
আমরা হলাম সত্য পথের
অগ্নি স্রোতের তুমুল লড়াই.
আমরা ধরি আমরা গড়ি.
আমরা স্বপ্ন ছুঁতে পারি.
আমরা হলাম এই দেশের ই .
খাঁটি সোনার উর্বভূমি.
আমরা হলাম বাংলাদেশী .
আমরা দেশের নাট্যকর্মী.”