নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
রোববার (১৮ এপ্রিল) সকালে খোয়াই নদী পরিদর্শন করেন তিনি। মৃতপ্রায় নদীটিকে সংস্কার করতে এবং নদীটিকে কেন্দ্র করে ওয়াকওয়ে নির্মাণসহ নাগরিক সেবার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী।