স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে দি ল্যাবএইড হাসপাতালে রমচঁান বিবি নামে এক মহিলা রোগীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে ডাঃ এস কে ঘোষ অস্ত্রপচারের মাধ্যমে এই টিউমার অপসারণ করেন। রমচঁান বিবি (৫২) চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামের এখলাছ মিয়ার স্ত্রী।
রোগীর ছেলে জামাল মিয়া জানান- দীর্ঘদিন যাবত তার মা রমচঁান বিবি পেটে ব্যথা, পেট ভারী হয়ে যাওয়া ও পেট বড় হয়ে যাওয়া সমস্যায় ভোগছিলেন। এ ব্যাপারে রোগীর স্বজনরা দি ল্যাবএইড হাসপাতালের এমডি শেখ মোঃ ফার“ক মিয়ার স্বরণাপন্ন হন।
তিনি গাইনী বিশেষজ্ঞ ডাক্তার এস কে ঘোষকে দেখাতে পরামর্শ দিলে গত শুক্রবার রমচঁান বিবিকে দি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে নিশ্চিত হন তার পেটে একটি বড় টিউমার রয়েছে। গত শনিবার রাত পৌনে ১২টার সময় অস্ত্রপচারের মাধ্যমে ৮ কেজি ওজনের টিউমারটি অপসারণ করা হয়। বর্তমানে রোগী ভাল আছেন।