মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে মুরাদপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন দায়ে আক্তার মিয়াকে(৪০) আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আন্দিউড়া ইউনিয়নে মুরাদপুর গ্রামে ফিরোজ মিয়া ছেলে আক্তার মিয়া (৪০)।
সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন জানান, মাধবপুর উপজেলা বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসন অত্যন্ত কঠোর। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তিনি আরো বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।