নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে ১৪ কেজি গাঁজাসহ মো. পারভেজ মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত ওই যুবক মাধবপুরের ইসলামাবাদ এলাকার মৃত গেদু মিয়ার ছেলে।
সোমবার (১৯ এপ্রিল) বিকেল র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার (১৮ এপ্রিল) রাত ৯ টার দিকে হবিগঞ্জের মাধবপুরের ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের সাহাববাড়ি গেইট নামক স্থানের শাহজালাল সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে আইনি ব্যবস্থা গ্রহণকরার লক্ষে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।