রুবেল, মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের অন্তর্গত সুরমা শিব মন্দিরের প্রধান রাস্তাটি ১৪ ফুট প্রস্থের হওয়া সত্তেও পুকুরে বিলিন হয়ে ২ফুট ও বাকি নেই। দূর্ভোগে প্রায় আড়াই হাজার মানুষ।
পুকুর কিংবা সরকারী খরচে পড়েনি এক কুদাল মাটি। ২ থেকে আড়াই হাজার মানুষের চলাচলের এই রাস্তাটি হয়তো বা বিলিন হয়ে যাবে এভাবেই। সুরমার মানুষ পুকুর মালিকের কাছে রাস্তা সংস্কারের দাবি করলে তিনি তার পুকুর পাড় বাধতে পারবে না বলে জানিয়ে দেন।
এ ব্যাপারে গ্রামের কিছু মানুষ শাহজাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন
বলেন এই মুহুর্তে এই রাস্তার জন্য কোন বরাদ্দ নেই, বরাদ্দ আসলে রাস্তাটি মেরামত করা হবে।
৫০০ বছরের প্রাচীন শিবমন্দিরের এই প্রধান রাস্তাটি আস্তে আস্তে বিলিন হয়ে যাচ্ছে। এতে করে সুরমা গ্রামবাসী সহ দুর দুরান্ত থেকে শিব মন্দির দেখতে আসা লোক জনও খুব কষ্ট করে যেতে হয় রাস্তা দিয়ে। গ্রামের প্রায় সকল মানুষ দিন মুজুর হওয়ায় নিজ খরচে রাস্তাটি মেরামতে কষ্ট হয়ে যাচ্ছে। তাই গ্রামের মানুষের পক্ষে এটা সম্ভব না। স্থানীয় সরকার সহ উপর মহলের সকলের কাছে রাস্তাটি মেরামতের জন্য সুরমা গ্রামবাসির অনুরোধ।