আলমগীর কবির, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থ্য বিধি না মানায় বুধবার সকালে ৯টি মামলায় পথচারী, দোকানদার কে ২ হাজার ৭শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে মাধবপুর বাসস্ট্যান্ড, কাঁচামাল বাজার, ও বাজার ভিতর এলাকায় বুধবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
এ সময় স্বাস্থ্য বিধি না মানায় পথচারী, দোকানে ২ হাজার ৭শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বাজারে আগত জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মাধবপুর পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মানিকসহ স্থানীয় কাউন্সিলর বৃন্দ ভ্রাম্যমাণ আদালতে সাথে উপস্থিত থেকে সর্বাত্মক সহায়তা করেন ও মাধবপুর থানার পুলিশ সহযোগিতা করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানান, জনস্বার্থে মাধবপুর প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।