সিলেট: সিলেটের গোয়াইনঘাট পল্লীতে গাছের ডাল থেকে জুলেখা বেগম (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জুলেখা উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি দক্ষিণপাড়া গ্রামের আনছার আলীর মেয়ে।
সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, এদিন ভোরে জুলেখার মা বাড়ির পাশ্ববর্তী গাছের ডালে মেয়ের লাশ ঝুলে থাকতে দেখেন।
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।