বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের খোয়াই নদীর লাখাই অংশের বেড়িবাঁধের পোস্টওয়ার্ক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
শুক্রবার (২৩ এপ্রিল) লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ২০২০-২১ অর্থবছরের কাবিটা প্রকল্পের আওতায় খোয়াই নদীর লাখাই অংশের প্রায় ২ কিঃমিঃ বেড়িবাঁধ এর পোস্ট-ওয়ার্ক কার্যক্রম সম্পন্ন হওয়ায় তা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কাবিটা প্রকল্পের লাখাই কমিটির সভাপতি ও ইউএনও লুসিকান্ত হাজং।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাব- ডিভিশনাল ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আকরাম হোসাইন, উপজেলা সমবায় অফিসার ইসমাঈল তালুকদার রাহি এবং সংশ্লিষ্ট পি.আই.সি সভাপতি ও সদস্যবৃন্দ।
ইতিপূর্বে, ১৪ই মার্চ উপজেলা নির্বাহী অফিসার কতৃক বেড়িবাঁধ সরেজমিনে পরিদর্শনকালে বাঁধের এ অংশের কাজের কিছু ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্যে নির্দেশনা প্রদান করা হলে পরবর্তীতে তা সম্পন্ন করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের কাবিটা প্রকল্পের লাখাই কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী আকরাম হোসাইন জানান, পানি উন্নয়ন বোর্ডের ২০২০-২১ অর্থবছরের কাবিটা প্রকল্পরে আওতায় খোয়াই নদীর লাখাই অংশের বুল্লা ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণে ৭ টি পি.আই.সি এবং মোড়াকরি ইউনিয়নে ১টি পি.আই.সি এর মাধ্যমে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৬১ লক্ষাধিক টাকা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং জানান, পুরো বাঁধের ২ কিঃমিঃ সরেজমিনে পরিদর্শন করেছি এবং কাজের মান সন্তোষজনক বলে প্রতিয়মান হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।