বাহার উদ্দিন, লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সরকারি নির্দেশনা কার্যকর করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা এর নেতৃত্বে উপজেলার কালাউক ও বামৈ বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারো বৃদ্ধি পাওয়ায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পথচারীদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয়।
অভিযানকালে কাপড় দোকানদারকে ১ টি মামলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুসারে মাস্কবিহীন ও নির্দেশনা অমান্য করে দোকান ব্যবসা পরিচালনা ও চলাফেরার অপরাধে ৩০০ টাকা জরিমানা করা হয়।
করোনাকালীন সময়ে মাস্ক পড়ুন ও সরকারি নির্দেশনা মান্য করুন, লকডাউনের সময় যার যার ঘরে অবস্থান করুন এবং করোনা প্রতিহত করুন এসব বিষয়ে সকলকে অবহিত করা হয়।
এছাড়া লাখাই ইউনিয়নের টাউনশিপ এলাকায় পরিত্যক্ত সরকারি স্থাপনায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সতর্ক করা হয়। পরিত্যক্ত বিল্ডিং যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে সে বিষয়ে অবহিত করা হয় এবং তাদেরকে এক সপ্তাহের মধ্যে ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করার নির্দেশনা প্রদান করা হয়। এদের মধ্যে ০৩ টি পরিবার ইতোমধ্যে ভূমিহীন হিসেবে সরকারি ভূমি বন্দোবস্ত পেয়েছে মর্মে জানা যায়।
এছাড়াও মোড়াকরি ইউনিয়নের কাশিমপুর মৌজায় ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘরের কার্যক্রম পরিদর্শন করা হয় এবং নির্মাণ শ্রমিকদের সহযোগিতা ও মালামাল রক্ষণাবেক্ষণের জন্য এলাকাবাসীকে অবগত করা হয়।
এছাড়া উক্ত স্থানে পানি উত্তোলনের মটর চুরিসহ কিছু অনাকাঙ্খিত ঘটনার বিরুদ্ধে কার্যক্রম চলমান রয়েছে এবং অপরাধীরা দ্রুত শাস্তির আওতায় আসবে মর্মে সকলকে এ বিষয়েও অবগত করা হয়।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান চলমান থাকবে।
অভিযানে সর্বাত্বক সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ।