শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : ১৫ বছর পার করল শায়েস্তাগঞ্জ পৌরসভা। কিছুদিন আগেই A গ্রেড ঘোষণা করা হয়েছে। কিন্তু অবকাঠামোগত উন্নয়ন হয়নি বললেই চলে।
শায়েস্তাগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হল ময়লা ব্যবস্থাপনা। যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে প্রতিনিয়ত। ১৫ বছরেও তৈরী হয়নি ডাস্টবিন। রাস্তার পাশে, ড্রেনে, মাঠে, জলাশয়ে ময়লা ফেলে আবর্জনার স্তুপে পরিণত করছে মানুষ। ১৫ বছরের একবারও পরিস্কার করা হয়নি ড্রেন। নেই পৌরসভা থেকে কোনো উদ্যোগ।
এলাকাবাসীর অভিযোগ হল তারা নিয়মিত পৌরকর পরিশোধ করছেন কিন্তু পৌর কর্তৃপক্ষ তাদের প্রাপ্য নাগরিক সুবিধা দিচ্ছে না, প্রতিনিয়ত পোহাতে হচ্ছে ভোগান্তি। যত্রতত্র ময়লা ফেলা ছাড়া তাদের কোনো উপায় নাই।কারণ পৌরসভা থেকে এখনো নির্মিত হয়নি কোনো ডাস্টবিন।
অনতিবিলম্বে পৌরসভা থেকে কোনো উদ্যোগ না নেয়া হলে এতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ হয়ে যাবে ময়লা-আবর্জনার স্তুপ। ছড়িয়ে পড়বে রোগ-বালাই।