আলমগীর কবির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সম্প্রতি মন্ত্রিপরিষদের কঠোর নির্দেশনার পর থেকে হবিগঞ্জ মাধবপুর উপজেলা প্রশাসন অভিযানে নেমেছে বালু উত্তোলনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৭এপ্রিল ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন এই দন্ডাদেশ দেন। উপজেলার ফতেহ গাজী মাজারের পূর্ব পাশে আবদুল করিম ( ২২) কে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনি চুনারুঘাট উপজেলা সানখোলা ইউনিয়নের পানছড়ির গ্রামের আব্দুল গনি মিয়া ছেলে। এ অভিযানে সহায়তা করেন মাধবপুর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসি ল্যান্ড মোঃ মহিউদ্দিন বলেন, ‘উপজেলার কৃষি জমি সুরক্ষায় ও নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’