নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের পলাতক আসামী ছাবু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত ছাবু মিয়া ওই গ্রামের হরমুজ উল্লার ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নেরে রাধাপুর গ্রামের আদম ব্যবসায়ী ছাবু মিয়া দীর্ঘদিন ধরে বিদেশ নেয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। এরপর থেকে বিছাও নেই টাকাও ফেরৎ না দেয়ায় সাধারণ মানুষ প্রতারনার শিকার হয়ে পথে বসেছে।
এ ব্যাপারে বিজ্ঞ আদালতে সিআর ৬০/১৫ নং মামলা দায়ের করলে ঘটনা সত্যতা পেয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল সোমবার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই করিম উল্লার নেতৃত্বে একদল পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসেন। আদম ব্যবসায়ী ছাবু মিয়া গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।