

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার পূর্ব বুল্লা গ্রামের আরজু মিয়ার পুত্র আকবর হোসেন স্বপন ও আজদু মিয়ার এনামের মধ্যে দুই তিন দিন পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে গতকাল উল্লেখিত সময়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়।
গুরুতর আহতরা হল তাজুল মিয়া (২২), আকবর হোসেন সপন (৫০), আক্কাস মিয়া (৩০), জলফু মিয়া (৩৫), অনু মিয়া (৩২), ফরিদা বেগম (৩৫), নাজু মিয়া (২২), এনাম মিয়া (৩০), শাকিরা বেগম (৩০), রফিক মিয়া (৪০), রোকেয়া বেগম (৪৫), লিটন মিয়া (২৫), জুনু আক্তার (৩০), রাফিয়া বেগম (৩০) প্রমুখ।