সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
শনিবার (১ মে) দুপুরে স্থানীয় জালাল স্টেডিয়ামে করোনাকালীন সময়ে অসহায় এবং দুঃস্থ্ শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের ৩১৮জন রেজিস্ট্রি ভুক্ত শ্রমিককে জনপ্রতি ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শোয়েব শাত-ঈল ইভান, সাধারণ সম্পাদক সজিব আলী প্রমুখ।