মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় ম্যাটডল মদ উদ্ধার করেছে।
সোমবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি) তেলিয়াপাড়া বাঁশ বাড়ী ক্যাম্পের সুবেদার আবু হানিফ এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের আকাশী বাগান থেকে ১২ বোতল ভারতীয় ম্যাটডল উদ্ধার করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।