সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ :
সারাদেশে করোনা ভাইরাস মহামারী আকারে ধারণ করেছে। করোনা প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও সাধারণ মানুষের অসচেতনতার দরুন আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের প্রভাবে ব্যাপক হারে মানুষ জ্বর, সর্দি কাশি, গলা ব্যাথা, শ্বাসকষ্টসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু মফস্বলে নিয়মনীতি তোয়াক্কা না করেই মানুষ ছুটে চলছেই।
সাধারণ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি, লক্ষ্মণ দেখা দিলে করাচ্ছেন না টেস্ট, ঝুকি নিয়েই হাটেমাঠে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি দেখা গেছে নানান রোগে আক্রান্ত হয়ে ও অজানা আতংকে মানুষ ডাক্তারের কাছে না গিয়ে ভীর করছে উপজেলার বিভিন্ন ফার্মেসীগুলোতে। বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক ঔষধ খেয়ে কেউ কেউ সুস্থ হচ্ছেন, আবার কেউ কেউ আরো অসুস্থ হয়ে পড়ছেন। অন্যদিকে, করোনা ভাইরাসের মহামারীর কারণে উপজেলায় রয়েছে ভাল চিকিৎসকের সংকট।
এসব রোগ-ব্যাধি থেকে বাদ পড়ছে না কোমলমতি শিশুরাও। বিশেষ করে ১-৬ বছরের শিশুরা বেশি ভুগছে জ্বর, সর্দি ও কাশিতে, শিশুদের সুস্থ করে তোলার জন্য সচেতন অভিবাবকরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। গতকাল বুধবার (৫ ই মে) সরেজমিনে প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে শায়েস্তাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। এদিকে, উপজেলায় হাসপাতাল না থাকায় অনেকেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসক দেখাচ্ছেন, আবার অনেকে শিশুদের সেখানে ভর্তি করেছেন।
অনেক চিকিৎসক ঢাকা ও সিলেট থেকে শায়েস্তাগঞ্জে এসে প্রাইভেট চেম্বারগুলোতে নিয়মিত রোগী দেখে থাকেন। তবে অনেক রোগী সময়মতো ডাক্তার দেখাতে না পেরে বিভিন্ন হাতুড়ে ডাক্তার বা ফার্মেসিওয়ালাদের কাছ থেকে ওষুধ গ্রহণ করছেন। জ্বর, সর্দি ও কাশি করোনাভাইরাসের উপসর্গ হলেও শায়েস্তাগঞ্জের সাধারণ মানুষের মাঝে করোনা পরীক্ষা করার কোনো আগ্রহ বা ইচ্ছা দেখা যাচ্ছে না বললেই চলে।
খাদিজা আক্তার নামের এক রোগী বলেন, ‘৪/৫ দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছি, ডাক্তার দেখিয়েছি, এখন বেড রেস্টে আছি।
হাসান মিয়া নামের একজন জ্বর ও গলা ব্যাথাজনিত সমস্যা নিয়ে ভুগছেন, তিনি জানান, ফার্মাসিস্ট এর কাছ থেকে ঔষধ নিয়েছি, এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি।
এরকম শত শত রোগীর ভীড় দেখা যাচ্ছে বিভিন্ন ফার্মেসী ও ফার্মাসিস্ট এর চেম্বারগুলোতে।
সুতাং বাজারের সাফুয়ান ফার্মেসীর ফার্মাসিস্ট শামছুল আলম বাবলু জানান, গত একমাস ধরে প্রচুর মানুষ জ্বর সর্দিকাশি, গলাব্যাথার ঔষধ নিতে আসেন। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই এসব রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে অনেকগুণ। তিনি আরো জানান, আমার মনে হয়, উপজেলার অনেকেই করোনায় আক্রান্ত আছেন, কিন্তু টেস্ট না করায় এদের করোনা পজিটিভ হয়নি। আমরা ঝুকি নিয়েই স্বাস্থ্যবিধি মেনে ঔষধ বিক্রি করে আসছি।
উপজেলার পল্লী চিকিৎসক এস এম ইব্রাহিম জানান, লকডাউন না থাকলে এসব রোগীর সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যেত। অনেকেই আসেন জ্বরে আক্রান্ত হয়ে সেবা নিতে, কারো কারো জ্বরের ঔষধ খাওয়ার পর জ্বর কমে যায়, কিন্তু দুইতিন পরে আবার শুরু হয় গলাব্যাথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা। আমরা নিয়ম মেনে যতটুকু পারি রোগীদের সেবা দিয়ে আসছি।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জের বাসিন্দা সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের মেডিকেল অফিসার একেএম. আব্দুল মোতাকাব্বির জানান,এই কঠিন সময়ে সর্দি,জ্বর,গলা ব্যথা, শরীর ব্যাথাকে হালকা করে দেখার সুযোগ নেই, যেহেতু পর্যাপ্ত পরীক্ষা করার সুযোগ রয়েছে সুতরাং ভয় না পেয়ে টেস্ট করা নিজের ও পরিবার সহ সকলের জন্য মংগলজনক।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদ্দাম হোসেন বলেন, যদিও আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স নেই, তবুও সকাল থেকে রোগীদের ভীড় থাকে। এ মৌসুমে প্রচন্ড গরমে মানুষ রোযা রেখে প্রচুর ঠান্ডা পানি খাচ্ছে, এইটা জ্বর সর্দির মুল কারণ। আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তিনজন রয়েছি, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি সেবা দেয়ার।
তিনি আরো জানান, মফস্বলে এখনো মানুষ করোনাকে ভয় পায়, যার কারণে টেস্ট করতে চায়না, কোয়ারেন্টিনে থাকতে হবে বলে। আমরা বার বার এনাউন্স করেয়েছি, করোনার লক্ষ্মণ দেখা দিলে টেস্ট করেন, সঠিক সেবা নেন। কিন্তু এখনো মানুষের মাঝে অসচেতনাবোধ কাজ করছে যা দুঃখজনক।